ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তার বদলি

0
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তার বদলি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। একযোগে জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দুইজন পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এবং কর্মদক্ষতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক।

রবিবার (২২ জুন) রাতে পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তন আনা হয়।

রদবদলের তালিকায় যেসব কর্মকর্তারা রয়েছেন: নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত মুহাম্মদ আজাহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম হয়েছেন নবীনগর থানার নতুন ওসি। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আশুগঞ্জ থানার বর্তমান ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন এবং সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) পদে। নবীনগর থানার ওসি মো. আব্দুর রাজ্জাককে বদলি করা হয়েছে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-তে পুলিশ পরিদর্শক হিসেবে।

জেলা পুলিশ সুপার বলেন, ‘জনস্বার্থে এবং কর্মকর্তাদের কর্মক্ষমতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here