ব্রাজিলে স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

0

এই নতুন আইন অনুযায়ী, শিক্ষার্থীরা শুধু জরুরি পরিস্থিতি ও বিপদ, শিক্ষা সংক্রান্ত প্রয়োজনে অথবা প্রতিবন্ধকতা থাকলে স্মার্টফোন ব্যবহার করতে পারবে। খবর এপির।

স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন পাস করেছে ব্রাজিল সরকার। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গত সোমবার নতুন আইনটি স্বাক্ষর করেন। আগামী ফেব্রুয়ারি থেকে এই আইন এলিমেন্টারি এবং হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে।

নতুন আইন অনুযায়ী, শিক্ষার্থীরা শুধু জরুরি পরিস্থিতি ও বিপদ, শিক্ষা সংক্রান্ত প্রয়োজনে অথবা প্রতিবন্ধকতা থাকলে স্মার্টফোন ব্যবহার করতে পারবে। অনেক অভিভাবক ও শিক্ষার্থীও এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

ব্রাজিলিয়ান পোলস্টার ডেটাফোলিয়া অক্টোবর মাসে প্রকাশিত এক জরিপে জানিয়েছে, প্রায় দুই-তৃতীয়াংশ জনগণ স্কুলে শিশু এবং কিশোরদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে। ৭৫ শতাংশের বেশি উত্তরদাতা জানিয়েছেন, এই ডিভাইসগুলো তাদের সন্তানদের জন্য অনেক ক্ষতিকর ।

২০২৩ সালের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রায় দুই-তৃতীয়াংশ স্কুলে মোবাইল ফোন ব্যবহারে কিছু বিধিনিষেধ রয়েছে। ব্রাজিলিয়ান ইন্টারনেট স্টিয়ারিং কমিটি গত বছরের আগস্ট মাসে প্রকাশিত এক জরিপে জানায়, ২৮ শতাংশ স্কুল সম্পূর্ণভাবে এটি নিষিদ্ধ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here