বোল্টকেও ছাড়িয়ে গেলেন গুওট

0
বোল্টকেও ছাড়িয়ে গেলেন গুওট

মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপীয় অ্যাথলেটিক্স মিটে নজিরবিহীন সাফল্য পেলেন অস্ট্রেলিয়ান তরুণ স্প্রিন্টার গুওট গুওট। চেক প্রজাতন্ত্রের অস্ত্রাভায় অনুষ্ঠিত ‘গোল্ডেন স্পাইক’ অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার দৌড় শেষ করলেন মাত্র ২০.০২ সেকেন্ডে। এই সময়ের মধ্য দিয়ে তিনি ভাঙলেন নিজের গড়া অস্ট্রেলিয়ান জাতীয় রেকর্ড এবং উসেইন বোল্টের অস্ত্রাভায় অভিষেক রেকর্ডও।

২০০৬ সালে অস্ত্রাভা মিটে বোল্ট ২০০ মিটার দৌড়েছিলেন ২০.২৮ সেকেন্ডে। সেই রেকর্ডকে ছাপিয়ে যাওয়া গুওটের এই কীর্তি তাকে ভবিষ্যতের অলিম্পিক পদকজয়ীদের কাতারে নিয়ে আসছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

এর আগেও আলোচনায় এসেছিলেন গুওট। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্প্রিন্টার পিটার নর্ম্যানের ৫৬ বছরের পুরোনো জাতীয় রেকর্ড (২০.০৪ সেকেন্ড)। এবার নিজের সেই রেকর্ডই ছাড়িয়ে গেলেন তিনি।

গুওটের জন্ম ২০০৭ সালে, অস্ট্রেলিয়ার ইপসউইচ শহরে। তার পরিবার দক্ষিণ সুদান থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয় মিশর হয়ে। তবে তার নাম নিয়ে এখন চলছে আলোচনার ঝড়। ইংরেজি বানানে তার নাম লেখা হয় ‘Gout’ যার উচ্চারণ সাধারণত ‘গাউট’। কিন্তু গুওটের বাবা বোনা গুওট জানিয়েছেন, সরকারি নথিতে বানান ভুল হয়ে যাওয়ায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার প্রকৃত উচ্চারণ ‘গুওট’।

বাবার কথায়, “আমি জানি ‘গাউট’ একটি রোগের নাম। আমার ছেলেকে এই নামে কেউ ডাকলে খারাপ লাগে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here