বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না

0
বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না

বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা যাবে না বলে আবারওন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। দেশটির পারমাণবিক সক্ষমতা নিয়ে সাম্প্রতিক উদ্বেগের মধ্যেই তিনি এ মন্তব্য করেন। 

বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের লঙ্ঘন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

মোহাম্মদ ইসলামি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা ইঙ্গিত দেয় যে বিশ্বে জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না। ইরানি জাতি এটি খুব ভালোভাবে উপলব্ধি করেছে।
 
তিনি বলেন, ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যাবে, কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here