বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক

0
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

মোস্তফা মাহমুদ সিদ্দিক এ দায়িত্বে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। গত ২৬ জুন কক্সবাজারে থাকা অবস্থায় অনেকটা আকস্মিকভাবে মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ অগাস্ট মঞ্জুর কবীরকে প্রেষণে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মাত্র ছয় সপ্তাহ আগে সেই দায়িত্বে আসা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক চট্টগ্রামের পতেঙ্গায় বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং (এওসি) ছিলেন। তার আগে বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here