বুড়িচং থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
বুড়িচং থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচং থানা কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ওপেন হাউজ ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আজিজুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর সার্কেলের অতিরিক্ত জেলা পুলিশ সুপার জনাব সাইফুল মালিক। বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর অফিসের ইন্সপেক্টর জনাব এজাজ আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। মানবিক সমাজ গঠনে পুলিশের অবদান রাখতে চাই। এজন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে পাশে চাই।”

সভায় আরও বক্তব্য রাখেন—ডঃ মোবারক হোসাইন, অধ্যাপক অহিদুর রহমান, জনাব সাব্বির আহমেদ, শিক্ষাবিদ ফারুক চৌধুরী, সুজন চৌধুরী, তাজুল ইসলাম, মোঃ আবদুল আউয়াল প্রমুখ।

বক্তারা মাদক নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ইভটিজিং বন্ধ, রাতের বেলায় মোটরসাইকেলচালিত ভবঘুরাদের আইনের আওতায় আনা, বুড়িচং বাজারে ট্রাফিক পুলিশ নিয়োগের মাধ্যমে যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ এবং মোবাইলে জুয়া খেলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভা সঞ্চালনা করেন থানার সাব-ইন্সপেক্টর রাকিবুল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here