বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

0
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করতে এখনই সময়’ এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন, জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, পরিদর্শক মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা জরুরি। তৃণমূল পর্যায় থেকে সবাই এগিয়ে এলে পরিবেশ রক্ষা সম্ভব।  
অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ে চিত্রাঙ্কন, রচনা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে ছিল লক্ষ্মীপুর জেলা পরিবেশ কার্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here