বিশ্ব পরিবেশ দিবসে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

0
বিশ্ব পরিবেশ দিবসে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার বিকেলে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। 

সদর উপজেলার দেওয়ান হাট গফাপাড়া সড়কে একটি কাঠ জাতীয় গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের উদ্যোগে স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ বন্ধু এই কর্মসূচি বাস্তবায়ন করছে। 

জেলার বিভিন্ন রাস্তার আসে পাশে ফলদ এবং কাঠ জাতীয় এসব গাছ রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের উপপরিচালক ইউসুফ আলী, পরিবেশ বন্ধুর প্রতিনিধি নয়ন তানবিরুল বারি, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সংগঠক মানিক খান এবং রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here