বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা এবার আর্সেনালে

0
বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা এবার আর্সেনালে

দীর্ঘদিন পর নতুন চ্যালেঞ্জ নিতে চেলসির অধ্যায় শেষ করলেন কেপা আরিজাবালাগা। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট আর্সেনালে যোগ দিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক।

মঙ্গলবার এক বিবৃতিতে কেপার দলভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। যদিও চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি প্রকাশ করেনি লন্ডনের ক্লাবটি। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কেপা, যার মূল্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড।

২০১৮ সালে আথলেতিক বিলবাও থেকে রেকর্ড ৭১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন কেপা। সেই অর্থের অঙ্ক তাকে এখনও বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের মর্যাদা দিয়ে রেখেছে। চেলসির হয়ে ১৬৩টি ম্যাচ খেলেছেন তিনি। ব্লুজদের হয়ে ইউরোপা লিগ (২০১৯), চ্যাম্পিয়ন্স লিগ (২০২১) এবং ক্লাব বিশ্বকাপ (২০২২) জয়ের স্মৃতিও রয়েছে তার ঝুলিতে।

গত দুই মৌসুমে ধারে খেলেছেন ভিন্ন দুটি ক্লাবে। এক মৌসুম রিয়াল মাদ্রিদে এবং সর্বশেষ মৌসুম বোর্নমাউথে। রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

আর্সেনালে কেপা ১৩ নম্বর জার্সি পরবেন। সেখানে প্রথম একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে বর্তমান গোলরক্ষক দাভিদ রায়ার সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here