বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে

0
বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার রাত ৯টায় বিপিএল গভর্নিং সভা শেষে চূড়ান্ত পাঁচ দলের নাম ঘোষণা করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরকে দল দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, রাজশাহী থেকে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দল চেয়েছিল। মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রাম দেওয়া হয়েছে টাইএঙ্গেল স্পোর্টসকে, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।

বিপিএলের দল পেতে আবেদন করেছিল ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিক পর্যালোচনা শেষে বাদ দেওয়া হয় দুটি প্রতিষ্ঠানকে। ৯টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডেকে আলোচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে বিসিবির আলোচনায় ছিল না চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘১১টা টিম ছিল। সেখান থেকে তিনটি দল প্রথম সিলেকশনে বাদ পড়ে। পরে চুলচেরা বিশ্লেষণ করে, বিপিএলের গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিমতে এই পাঁচটি টিম চূড়ান্ত করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘পাঁচ দলে বরং প্রতিযোগিতা বাড়বে। একেক দলে ১১ জন করে প্লেয়ার থাকবে। আমরা চাই দেশের সকলের সুযোগ দেওয়ার। যারা কনট্রাকটিভ হবে, তারা যাতে টাকা সময়মতো পায়। আমাদের বিপিএল যে এতটা তলানীতে চলে গেছে, সেটাই বড় কারণ।’

তিনি জানিয়েছেন, বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here