বিজয়ের ব্যর্থতা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

0
বিজয়ের ব্যর্থতা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

শ্রীলঙ্কার মাটিতে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে রান আসছেই না। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে আবারও শূন্য রানে ফিরেছেন তিনি। আসিথা ফার্নান্ডোর বাউন্সার বলটিকে ব্যাটের ভেতরের ধার লাগিয়ে স্টাম্পে পাঠান এনামুল, এটি যেন তার চলমান দুর্দশারই প্রতীক।

এই আউট হওয়ার আগে দুইবার জীবন পেয়েছেন তিনি। ফার্নান্ডোরই একটি বল স্লিপে ক্যাচ তুলে দিলেও উইকেটকিপার তা হাতছাড়া করেন। পরের বলেও একই অঞ্চলে ক্যাচের সুযোগ তৈরি হয়, কিন্তু বলটি নিচু হওয়ায় ফিল্ডাররা ধরতে ব্যর্থ হন। দুবার রক্ষা পেলেও ফার্নান্ডো তার পরের ওভারে বিজয়কে বোল্ড করে ফেরান।

গল টেস্টের প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ৪ রানের পর এবার আবার শূন্য। ক্রিজে দাঁড়ালেই কীভাবে যেন রান না পাওয়ার অভিশাপ তাকে তাড়া করে বেড়াচ্ছে। ব্যাট হাতে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট, প্রতিটি বলই যেন তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

ঘরোয়াতে সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে বিজয় কেন রান করতে পারছেন না? এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।

জবাবে বুলবুল বলেন, আমি যে পজিশনে আছি, বোর্ড সভাপতি হিসেবে আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি উত্তর দিতে পারতাম। কিন্তু আমি দেব না এই জন্য যে ওই কাজটার জন্য আমরা একটা কোচ রেখেছি। ভালো হবে তার কাছেই প্রশ্নটা করেন।

টেস্ট ক্রিকেট নিয়ে বুলবুল বলেন, সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেট একটা মাথার খেলা। আপনি কতটুকু স্ট্যাবল আছেন, আপনি কতটুকু স্ট্যাবিলিটি নিয়ে চিন্তা করে মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটাই আমাদের মনে হয় কাজ করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here