বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

0
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন। নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও গ্রামবাসী জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যায়।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ঘটনাটি আমরা শুনেছি। নিহতের পরিবারও পুলিশের কাছে একই তথ্য দিয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, এ বিষয়ে ভারতের ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। বিএসএফ দাবি করেছে একদল চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here