বাসের চাপায় হেলপার নিহত

0
বাসের চাপায় হেলপার নিহত

বরিশালের বানারীপাড়া বাসটার্মিনালে নিজের বাসের চাপায় হেলপার হৃদয় (১৮) নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ রুটের পরিবহণ বানারীপাড়া টার্মিনালে এসে পার্কিং করছিলো। তখন বাসের হেলপার হৃদয় বাস থেকে নেমে পার্কিংয়ে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। 

এ সময় চালকের ভুলবশত হৃদয়ের উপর বাস উঠিয়ে দেয়। এতে গুরুতর আহত হন হৃদয়। তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার হৃদয় মারা যান।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন।

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here