বাবার শেষ ইচ্ছে পূরণে আকাশ থেকে ডলার ওড়ালেন দুই ছেলে

0
বাবার শেষ ইচ্ছে পূরণে আকাশ থেকে ডলার ওড়ালেন দুই ছেলে

ডেট্রয়েটের ইস্টসাইডে দীর্ঘদিন ধরে উদারতার জন্য পরিচিত ছিলেন ৫৮ বছর বয়সী দারেল প্ল্যান্ট থমাস। মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছাটিও ছিল ব্যতিক্রমী।সমাজকে যেন ভুলতে না পারে এমন এক উপহার দিতে চেয়েছিলেন তিনি।

সেই ইচ্ছা অনুযায়ী তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে তাঁর দুই ছেলে দারেল ও জন্টেও একটি হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে ডলার ও গোলাপের পাঁপড়ি ছড়ানোর ব্যবস্থা করেন।

২৭ জুন, দুপুর ১টার দিকে ডেট্রয়েটের গ্রাশিয়ট অ্যাভিনিউয়ের ওপর হাজার হাজার ডলার ও লাল গোলাপের পাঁপড়ি ঝরে পড়ে আকাশ থেকে। প্রায় ৫ হাজার মার্কিন ডলার ছড়ানো হয় সেদিন। যা বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকা।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, এই মানুষটা তো সত্যি সত্যি বৃষ্টি তৈরি করে দেখালেন!

আরেকজন লিখেছেন, এভাবে কমিউনিটিকে বিদায় জানানো সত্যিই অসাধারণ।

একজন পথচারী আনায়া টোনি জানান, তিনি কাজে যোগ দেওয়ার আগ মুহূর্তে ডলার পড়তে দেখেন। রাস্তায় ছয়টি লেনই থেমে যায়, লোকজন গাড়ি থেকে নেমে পড়ে টাকা কুড়াতে।

স্থানীয় একটি গ্যারাজের কর্মী লিসা নাইফ জানান, পুরো রাস্তাটি প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল।

যদিও পুলিশ আগে থেকেই গোলাপের পাঁপড়ির খবর জানত, তারা ডলার ছোড়ার বিষয়টি জানত না। তবে ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, কেউ গ্রেপ্তার হবেন না। তবে ঘটনাটি নিয়ে তদন্ত করছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

দারেল থমাসের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ছিল তাঁর শেষ ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি চিরদিন মানুষের পাশে ছিলেন; এমনকি মৃত্যুর পরও তাঁর ভালোবাসা যেন আকাশ থেকে ঝরে পড়ল।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here