বাফুফকে ৫ কোটি টাকা দিল সরকার

0
বাফুফকে ৫ কোটি টাকা দিল সরকার

জাতীয় ক্রীড়া পরিষদ দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নের জন্য ১৪ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৫ কোটি টাকা দিয়েছে। এই অর্থ ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানের আওতায় ২০২৫ সালে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ব্যবহার করা হবে। 

জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, বরাদ্দকৃত এই অর্থ জেলার ফুটবলকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের সুযোগ বৃদ্ধির কাজে লাগবে।

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থ পরিচালক মামুনুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে সাতটি শর্ত উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যয়ের প্রতিটি খাত সঠিকভাবে অনুসরণ করা, এক খাতের অর্থ অন্য খাতে ব্যবহার না করা, এবং আয়কর ও ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দেয়ার কথা।

বাফুফের তারুণ্যের উৎসব আন্তজেলা চ্যাম্পিয়নশিপ কমিটির প্রধান ও সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন,‘৫ কোটি টাকা আমরা পেয়েছি জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে। বাকি ৫ কোটি টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসবে বলে আশা করি। বাকিটা স্পনসরদের মাধ্যমে সংগ্রহ করা হবে।’

বাফুফে জানিয়েছে, ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে দেশের তিনটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে: আন্তজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট, এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল। প্রথমে জানানো হয়েছিল, এই তিন টুর্নামেন্টের মোট বাজেট ১৬ কোটি টাকা হবে কিন্তু এখন বাজেট বেড়ে ১৮ কোটি টাকার ওপরে হয়েছে। এর মধ্যে ৫ কোটি টাকা দেয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।

৩০ আগস্ট মুন্সিগঞ্জে আন্তজেলা টুর্নামেন্টের উদ্বোধন হবে, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন। এই টুর্নামেন্টে দেশের ৬৪টি জেলা অংশ নেবে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। প্রথম রাউন্ডে দলগুলোকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে যার নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের আট শহীদের নামে। এবারের টুর্নামেন্টে মোট ১১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া, নভেম্বরে ঢাকায় আসার কথা রয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার। তার উপস্থিতিতে ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here