বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণে ৩ জন গ্রেফতার

0
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণে ৩ জন গ্রেফতার

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় কিশোরী ধর্ষণ ঘটনায় অভিযান চালিয়ে বুধবার ২০ আগস্ট ভোরে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে ক্য সাই ওয়াং মারমা, ক্য হ্লা ওয়াং মারমা এবং উ হাই সিং মারমা।

বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাকি ২ জনকে আটক করতে অভিযান চলমান আছে। আটককৃতরা সবাই স্থানীয় মারমা সম্প্রদায়ের।

স্থানীয় সূত্র জানায়, গত ৮ আগস্ট ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ক্য হ্লা ওয়াং, ক্য ওয়াং সাই, চ হাই, উ হাই সিং এবং ক্য সাই ওয়াং নামের ৫ যুবক। ঘটনা অন্যদের জানিয়ে দেবার ভয় দেখিয়ে পরে বিভিন্ন সময় ওই কিশোরীকে ধর্ষণ করে। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে মৌজা হেডম্যান মং চ উ মারমা সামাজিক বিচার ডেকে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানার মাধ্যমে মীমাংসা করেন। এসময় পাড়ার কার্বারী থোয়াইসা মারমা এবং ইউপি সদস্য গংবাসে মারমা উপস্থিত ছিলেন। এর ফলে ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। 

সবশেষ খবর অনুযায়ী, গ্রেফতারকৃত আসামীদের রুমা থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here