বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো স্থলমাইন বিস্ফোরণ

0
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো স্থলমাইন বিস্ফোরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে। সে চোরাচালান চক্রের সাথে জড়িত রয়েছে। বুধবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী আন্তর্জাতিক পিলার নং ৪৬-৪৭ এর জারুলিয়াছড়ি বিওপির ওপারে মিয়ানমারের অভ্যন্তরে অংথ্রাবে ক্যাম্প সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক জানান, চোরাই পণ্য আনা নেয়া করতে গিয়ে স্থলমাইনে পা দেয় ওমর মিয়া। এসময় মাইনটি বিস্ফোরিত হলে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

স্থানীয় সূত্রগুলো জানায়, আহত ওমর মিয়া চোরাচালান সিন্ডিকেটের শীর্ষ সন্ত্রাসী। সে কক্সবাজার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা।

এর আগে গত ২৩ জুন উপজেলার ঘুমধুম সীমান্তের চাকমার কাটা এলাকায় তংচংগ্যা (১৯) নামে মিয়ানমারের এক রাখাইন যুবক বাংলাদেশে চিকিৎসা করাতে এসে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়। এবং ২২ জুন জামছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় আরাফাতুল ইসলাম নামে এক বাংলাদেশী যুবক।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here