বাটলারকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন আমিরাতের ওয়াসিম

0
বাটলারকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন আমিরাতের ওয়াসিম

ওমানের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়লেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম।

সোমবার এশিয়া কাপে ব্যাট হাতে নেমেই ইতিহাস গড়েন ৩১ বছর বয়সী এই ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল সংখ্যার হিসাবে সবচেয়ে দ্রুত ৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

মাইলফলক ছোঁয়ার জন্য তার দরকার ছিল ৫৯ রান। সপ্তদশ ওভারে শাহ ফয়সালের বলে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত সেই রানে পৌঁছান তিনি। ওয়াসিমের লেগেছে মাত্র ১,৯৪৭ বল।

এর আগে বলের হিসাবে দ্রুততম ৩ হাজার রানের মালিক ছিলেন ইংল্যান্ডের জস বাটলার, তার প্রয়োজন হয়েছিল ২,০৬৮ বল। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, তিনি ৩ হাজার রান করেছিলেন ২,০৭৭ বলে।

ইনিংসের দিক থেকে যদিও শীর্ষে নেই ওয়াসিম, তবে তিনি আছেন তৃতীয় স্থানে। এই কৃতিত্ব পেতে তার লেগেছে ৮৪ ইনিংস।

সবচেয়ে কম ইনিংসে ৩ হাজার রান করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৭৯ ইনিংস)। সমান ৮১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন বাবর আজম ও বিরাট কোহলি।

রেকর্ড গড়া ম্যাচে ওয়াসিম থামেন শেষ ওভারে রান আউট হয়ে। তিনি করেন ৬৯ রান, খেলেন ৫৪ বল, যার মধ্যে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। তার ইনিংসের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানের লড়াকু পুঁজি গড়ে সংযুক্ত আরব আমিরাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here