বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

0
বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সব উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে শ্রীলঙ্কা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৫ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। তাদের ইনিংসে প্রথম আঘাত হানেন তানজিম। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন পাথুম নিসাঙ্কা (০)। এরপর ২৪ যোগ করতেই আরও ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুটিই তাসকিনের শিকার।  

সেখান থেকে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তারা দুজন মিলে তাদের দলের রান ৮৯ পর্যন্ত নিয়ে যান। ৪৩ বলে ৪৫ রান করা কুশলকে বিদায় করে এই জুটি ভাঙেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর।

এরপর জানিথ লিয়ানাগের সঙ্গে মিলে শ্রীলঙ্কাকে দেড়শ পার করান আসালাঙ্কা। সেই জুটির সমাপ্তি হয় শান্তর হাতে। পার্ট-টাইম স্পিনে তিনি ২৯ রান করা লিয়ানাগেকে বিদায় করেন। এরপর আরও দুটি ছোট ছোট জুটি পায় শ্রীলঙ্কা। দুটিতেই মূল ভূমিকা পালন করেন আসালাঙ্কা। এর মধ্যে মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই ২২ রান করে করেন।  

শেষদিকে লঙ্কান ইনিংস একাই টেনে নেন আসালাঙ্কা। তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। শেষ ওভারে আসালাঙ্কাকে (১২৩ বলে ১০৬ রান) বিদায় করেন তানজিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here