বরিশালের উজিরপুর ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উজিরপুরের পূর্ব নারায়নপুর ও মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে দুই থানার ওসি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুরা হলো—উজিরপুর উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের ঝন্টু হাওলাদারের ছেলে মো. তাওহীদ (৬) ও শরিফ খানের ছেলে মো. শাফিন (৭), এবং মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের দুই কন্যা আলিয়া (৪ বছর ৬ মাস) ও আয়শা (৩ বছর ৬ মাস)।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম শাহীন জানান, তাওহীদ ও শাফিন দুপুরে পুকুরপাড়ে খেলছিল। অজ্ঞাতে তারা পানিতে পড়ে যায়। দুপুর ২টার দিকে শাফিনের লাশ ভেসে ওঠে। পরে তাওহীদকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, আমাদের কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। এখন বিষয়টি খোঁজ নিচ্ছি।
অপরদিকে মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম জানান, পান্না সরদার প্রবাসে থাকেন, তার স্ত্রী মুন্নি বেগম দুই কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। সেদিন বিকেলে আলিয়া ও আয়শা উঠানে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানদের না পেয়ে মুন্নি বেগম খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি পুকুরঘাটে গিয়ে দুই মেয়েকে পানিতে ভাসতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয় শিশুকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই কন্যার লাশ মা মুন্নি বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।

