বগুড়া নবগঠিত ছাত্রদলের কমিটির পরিচিতি সভা

0
বগুড়া নবগঠিত ছাত্রদলের কমিটির পরিচিতি সভা

বগুড়া জেলা ও শহর শাখাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত ছাত্রদলের কমিটির মতবিনিময়, পরিচিতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ছাত্রদরের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশ।

এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here