বগুড়ায় সমবায় শিল্প বণিক সমিতির চেয়ারম্যানের ৪ বছরের কারাদণ্ড

0
বগুড়ায় সমবায় শিল্প বণিক সমিতির চেয়ারম্যানের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৫০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার সমবায় শিল্প বণিক সমিতির চেয়ারম্যান ও আইনজীবী জহুরুল ইসলামকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বগুড়ার দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় দেন।

রায়ে অবৈধভাবে অর্জিত ২ কোটি ৪৭ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক।

এর আগে, ২০১৩ সালে জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে দুদক বগুড়ার তৎকালীন সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মামলাটির তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রায়ে দুটি ধারায় তাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হলেও, উভয় সাজা একসঙ্গে ভোগ করার কারণে কার্যকর কারাদণ্ডের মেয়াদ হবে ৩ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here