বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার, ৫ লাখ টাকা জরিমানা

0
বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার, ৫ লাখ টাকা জরিমানা

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই হাজার ৬০০ কেজি মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে শহরের রাজাবাজার এলাকায় মসলার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা হয়।

জানা গেছে, সোমবার শহরের রাজাবাজার এলাকায় মসলার গোডাউনে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় মেয়াদোত্তীর্ণ মসলা রাখার দায়ে জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা হয়। তার গোডাউনে দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা, কিসমিসসহ বিভিন্ন ধরনের দুই হাজার ৬০০ কেজি মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। 

অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া রাজাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মসলাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মসলা মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা জনসম্মুখে ধ্বংস করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here