বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার, আটক ৪

0
বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার, আটক ৪

বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)। শুক্রবার দুপুরে এ তথ্য জানান বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালতিনগরে অভিযান চালানো হয়। অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করছিল। কোনো সংঘর্ষ ছাড়াই শিক্ষার্থীদের উদ্ধার করা হয়।

অভিযান শেষে সেনাবাহিনী বেশ কিছু আলামত জব্দ করে। সেগুলোর মধ্যে রয়েছে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।

আটক ব্যক্তিদের ও জব্দকৃত আলামত বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here