ফের রিমান্ডে শাজাহান-সালমান-আনিসুলসহ ৫ জন

0
ফের রিমান্ডে শাজাহান-সালমান-আনিসুলসহ ৫ জন

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক ও রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে পৃথক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

অন্যদিকে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম তাজুল ইসলামকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পৃথকভাবে এসব নির্দেশ দেন।

এর আগে যাত্রাবাড়ী থানায় করা সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া পল্টন থানায় করা বদরুল ইসলাম সাইমুন হত্যা মামলায় মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে সোহায়েলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে, যাত্রাবাড়ী থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় কাজী মনিরুল হককে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে মনিরুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here