ফরিদপুর-৪ আসনে বাবুলের মনোনয়ন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

0
ফরিদপুর-৪ আসনে বাবুলের মনোনয়ন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। 

সোমবার (৩ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাবুল বলেন, এ আসনে অনেক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে- এর মানে ঐক্য আরও শক্ত হতে হবে। কেউ উচ্ছ্বাসে মিষ্টি বিতরণ বা শোডাউন করবেন না। এখন আবেগ নয়, সংগঠিত শক্তি সবচেয়ে বড় বিষয়।

তিনি আরও বলেন, দেশের ভেতর ও বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম বিফলে যেতে দেওয়া যাবে না। সবাইকে নিয়ে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here