ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড

0
ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিবস্ত্র নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহ পরান এখনো র‌্যাব হেফাজতে রয়েছে। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে সহসাই আদালতে উঠানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

অপরদিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার হওয়া চার আসামি কারাগার থেকে শনিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য মুরাদনগর থানায় নেয়া হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

রুহুল আমিন জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা সুমনসহ চারজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। শনিবার তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের বিশ্বাস জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। 

তিনি জানান, নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই শাহ পরানকে বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১১। সে এখনো ঢাকায় র‌্যাব হেফাজতে রয়েছে। আমাদের হাতে এখনো তাকে হস্তান্তর করা হয়নি।   

তিনি আরও জানান, ফজর আলীর শারীরিক অবস্থা ভালো নয়। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার হাতে পায়ের চারটি স্থানে হাড় ভাঙ্গা রয়েছে। তার সেরে উঠতে সময় লাগবে বলে চিকিৎসক জানিয়েছেন। সুস্থ হওয়ার পর তাকে আদালতে নেয়া হবে।

র‌্যাব-১১, সিপিসি -২ এর উপপরিচালক মাহমুদুল হাসান জানান, বড়ভাই ফজর আলীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ছোটভাই শাহ পরানের পরিকল্পনায় বিবস্ত্র নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। 

প্রঙ্গত, গত ২৬ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হন। ঘটনাস্থলে থাকা কয়েকজন ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার (২৭ জুন) মূল অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। ফজর আলীকে ২৮ জুন ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পর্নোগ্রাফি মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে গ্রেফতার করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে র‌্যাব-১১ ফজর আলীর ছোট ভাই শাহ পরানকে গ্রেফতার করেন।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here