প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা মাহি, জানালেন নিজের ভাবনা

0
প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা মাহি, জানালেন নিজের ভাবনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করে নাটকে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারেই নাটক ও বিজ্ঞাপনে বেশ আলোচিত কাজ করেছেন। সম্প্রতি ‘কালের কণ্ঠ’ স্টুডিওতে নিজের ক্যারিয়ার, কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন মাহি।

বিয়ের প্রসঙ্গে মাহি বলেন, ‘আমরা আমাদের সময় নিচ্ছি। একজন মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে—তারা ভাবে এই মানুষটার সঙ্গেই হয়তো জীবন কাটাতে চাই। আমিও সর্বোচ্চ চেষ্টা করব সম্পর্ক টিকিয়ে রাখার। তবে অনেক সময় পরিস্থিতি ভিন্ন হয়, সম্পর্ক টেকে না—সে প্রেম হোক বা বিয়ে। তাই পরিকল্পনা থাকা উচিত, তবে শেষ কথা ভাগ্যই বলে দেয়।’

তিনি আরও বলেন, ‘বিয়ের সিদ্ধান্ত নিলে সবাইকে জানিয়েই করব।’

অভিনয়ের পাশাপাশি মাহি বিজ্ঞাপন ও ফ্যাশন ফটোশুটেও ব্যস্ত। ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে চান তিনি। তবে জানালেন, ‘আগে দেশের ওটিটিতে অনেক কাজ হতো, এখন বাজেট ও পরিস্থিতির কারণে কম হচ্ছে।’

সিনেমায় কাজ করার ইচ্ছার কথা জানিয়ে মাহি বলেন, ‘বড় পর্দায় একদম প্রস্তুত হয়ে কাজ করতে চাই। তবে ভালো স্ক্রিপ্ট পেলেই করব। একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। নির্দিষ্ট কোনো নির্মাতা নয়, ভালো চিত্রনাট্য পেলেই সিনেমায় কাজ করব।’

শাকিব খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মাহি বলেন, ‘সুযোগ পেলে অবশ্যই করব।’

রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে মাহি বলেন, ‘যতদিন অভিনয় করছি, রাজনীতিতে আসব না। সেলিব্রিটিদের রাজনীতিতে আসার বিষয়টি যার যার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।’

কাজ করতে গিয়ে পোশাক নিয়ে ট্রলের বিষয়ে মাহি বলেন, ‘অনেক সময় চরিত্রের প্রয়োজনে পোশাক পড়তে হয়, এটা আমাদের হাতে থাকে না। আগে এসব নিয়ে খারাপ লাগত, এখন উপেক্ষা করার চেষ্টা করি।’

আগামী তিন বছর পর নিজেকে কীভাবে দেখতে চান—এমন প্রশ্নে মাহি বলেন, ‘এটা নির্ভর করবে দেশের পরিস্থিতির ওপর। তবে চেষ্টা থাকবে ভালো কাজ করে আরও এগিয়ে যাওয়ার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here