পেসারদের প্রশংসায় পঞ্চমুখ লঙ্কান কোচ

0
পেসারদের প্রশংসায় পঞ্চমুখ লঙ্কান কোচ

বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে শ্রীলঙ্কা। বুধবার কলম্বো টেস্টের প্রথম দিন শেষে কিছুটা এগিয়ে থেকেই দিন শেষ করেছে স্বাগতিকরা। দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলিনা কান্দাম্বি বিশেষভাবে প্রশংসা করেছেন দলের পেস বোলারদের। সিরিজ শুরুর আগে পেসারদের কঠোর পরিশ্রমের কথা স্মরণ করে তিনি তাদেরই কৃতিত্ব দিয়েছেন এই সাফল্যের জন্য।

সংবাদ সম্মেলনে থিলিনা বলেন, ‘আমাদের দুই পেসার ভালো করেছে। কিছুটা ভিন্ন ধাঁচের উইকেট। আমি এই উইকেট অনেক আগ থেকেই চিনি। পেসাররা অনেক ভালো করেছে। (উইকেটে) বেশি পেস এখানে। সাধারণত বাউন্স সমান থাকে এখানে।’

আগের টেস্টের থেকে এবার উন্নতি হয়েছে শ্রীলঙ্কার বলে মনে করেন এই কোচ। তিনি বলেন, ‘(গল টেস্টে) ধারাবাহিকতা ছিল না। ফলে এসব নিয়ে আলোচনা করেছি আমরা। গলে স্লো উইকেট ছিল কিছুটা, এখানের চাইতে। প্রবাথ অফ ফর্মে থাকলেও সে অভিজ্ঞ বোলার। আশা করি সে ভালোভাবে কামব্যাক করবে। সে গলে অনেক উইকেট নিয়েছে আগে। পেসাররা অনেক ক্যারেক্টার দেখিয়েছে। বর্তমানে আমরা ভালো করছি, আশা করি কাল সকালে দুই উইকেট নিতে পারব।’

তিনি আওে বলেন, ‘কাসুন (রাজিথা), বিশ্ব (ফার্নান্দো) বাদে বাকিরা সাদা বলেও খেলে। মাঝে আমরা তিন মাসের মত বিরতি পেয়েছি। সবাই ফিটনেসসহ নানা ব্যাপারে অনেক পরিশ্রম করেছে। সবকিছু নিয়েই কাজ হয়েছে কোচরাও মনিটরিং করেছে। তারা নিজেদের ঢেলে দিয়েছে মাঠে পেস ইউনিট অনেক পরিশ্রম করেছে। এটাই সবচেয়ে জরুরি ব্যাপার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here