পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান করা যাবে না : অর্থ উপদেষ্টা

0
পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান করা যাবে না : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি বলেছি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান করা যাবে না।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে করা প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমি আগে বলেছি এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারের কোনো সমস্যা হবে না। একটা স্বতন্ত্র ডিভিশন হবে। ক্যারিয়ারটা আরও ভালো হবে, প্রমোশনের বিষয়টি আরও ভালো হবে। তাদের কে কি বুঝিয়েছে। ভেতরের বিষয়টি আপনারা ভালো জানেন। পলিসির বিষয়টি ওরা করতে পারবে না, অন্য কেউ করবে। আমি ওদের বলেছি তোমরা আসো।

তিনি বলেন, এনবিআরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি বলেছি পৃথিবীতে এমন কোন সমস্যা নেই, যার সমাধান করা যাবে না। আমি তো আন্দোলন বন্ধ করতে বলেছি।

উপদেষ্টা বলেন, এনবিআর আমরা রিফর্ম করেছি কেন? এনবিআরের ভেতরে আগে স্বচ্ছতার ঘাটতি ছিল। আগের সরকারের সময় কিছু ব্যবসায়ী এটার সুবিধা নিয়েছে। ভালো যারা তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। আমি এটা অনুমান করে বলছি। না হলে ওরা ক্যারিয়ার নিয়ে হঠাৎ এত ক্ষেপে গেল কেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here