পুকুর থেকে মরদেহ উদ্ধার

0
পুকুর থেকে মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার একটি পুকুর থেকে আদর মল্লিক (১৮) নামে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ দিকে উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত আদর দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের  মৃত মজিবর মল্লিকের ছেলে।

জানা গেছে, আদর মল্লিক মানসিক প্রতিবন্ধী যুবক। প্রতিদিন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাড়িতে চয়ে যায়। গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয় আদর মল্লিক। এরপর আর বাড়িতে ফিরে আসেনি তিনি। বুধবার সন্ধ্যায় জয়রামপুর গ্রামের একটি পুকুরে আদরের মদদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিচয় শনাক্ত  করে নিহতের মরদেহ মর্গে প্রেরণ করে পুলিশ।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, তিনদিন আগে আদর নামের একটি ছেলে নিখোঁজ হয়। বুধবার সন্ধ্যার পর জয়রামপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here