পর্তুগাল প্রবাসী মাহবুবুল হত্যার বিচার দাবিতে লিসবনে মানববন্ধন

0
পর্তুগাল প্রবাসী মাহবুবুল হত্যার বিচার দাবিতে লিসবনে মানববন্ধন

পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশটির রাজধানী লিসবনে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত ১৩ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে নির্মমভাবে নিহত হন মাহবুবুল আলম। ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবিতে কাজা দো বাংলাদেশ-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল সাড়ে তিনটায় লিসবনে পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। সেখানে কমিউনিটির নেতৃবৃন্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি জমা দেন, যেখানে তারা মাহবুবুল আলম হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রবাসী বাংলাদেশিদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রবাসীরা বলেন, ‘আমরা পর্তুগালের আইনকে সম্মান করি, আমরা অভিবাসী, এই সমাজের অংশ। আমরা চাই কর্মক্ষেত্রে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ। আমরা সন্ত্রাসী না, বরং পরিশ্রম করে জীবন যাপন করি এবং নিয়মিত সোশ্যাল কন্ট্রিবিউশন দিয়ে থাকি। তাই আমাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘মাহবুবুল আলমকে তার স্ত্রী ও সন্তানের সামনে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা মানবতাবিরোধী ও অমানবিক। এ ধরনের দৃশ্য আমরা আর দেখতে চাই না। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here