‘‌পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে’

0
‘‌পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে’

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেছেন, পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে, বিশেষ করে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বুধবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, ফেনীর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মূলত গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও ঈদুল আজহার ছুটি থাকার কারণে তা ২৫ জুন পালন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশ দূষণ রোধে আইন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। গত ১ অক্টোবর ২০২৪ থেকে সুপারশপগুলোতে পলিথিন ব্যবহার নিষিদ্ধ এবং ১ নভেম্বর থেকে সার্বজনীনভাবে তা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

তিনি আরও জানান, ১ জুন থেকে দেশে প্লাস্টিক ও পলিথিন আমদানি বন্ধ করা হয়েছে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিত্যাগে প্রচার কার্যক্রম চালু রয়েছে।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের শিক্ষক মো. মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে প্লাস্টিকের তৈরি, ব্যবহার, সুবিধা-অসুবিধা এবং এর কারণে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশে বিরূপ প্রভাব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুসারে, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৩৭ মিলিয়ন মেট্রিক টন নতুন প্লাস্টিক উৎপাদন হচ্ছে, যা প্রকৃতি, পানি এবং প্রাণীকূলের জন্য হুমকিস্বরূপ।

অনুষ্ঠানে প্লাস্টিক-পলিথিনের বিকল্প ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here