পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু

0

পিরোজপুরের কাউখালী উপজেলায় পটকা মাছ খেয়ে ফাতেমা আক্তার নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে শিকার করা অন্য মাছের সাথে পটকা মাছ রাতে খাবারের সাথে খায়। পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে আমার নাতি মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়ে অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। 

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পটকা মাছ খেয়ে গুরুতর অবস্থায় ৫ রোগী হাসপাতালে আসে। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে ৫ বছরের শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সিমা (১৮) ও সুমনা (১৩), আরেক বৃদ্ধা শিশুর নানী আকলিমা (৫৫) কে দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here