পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবেত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, বাপার সহ-সভাপতি কাজী মকছেদ, কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার ও পরিবেশ বন্ধুর পরিচালক তানবিরুল বারী নয়ন।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। 

অনুষ্ঠানে পরিবেশকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কারিগর, পরিবেশ বন্ধু, সবুজ আন্দোলন, বন্ধু ফাউন্ডেশনসহ নানা পরিবেশবাদী সংগঠন নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here