নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

0
নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

বরিশালের গৌরনদীতে খেয়া নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ কিশোর শাওন মাতুব্বরের (১৪) লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, সোমবার সকালে খেয়া পারাপারের সময় পড়ে যায় সে। শাওন মাতুব্বর মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের রতন মাতুব্বরের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, পালরদী নদীর গৌরনদী উপজেলার হোসনাবাদ ও মুলাদী উপজেলার নাজিরপুরে খেয়া নৌকা রয়েছে। সোমবার ভোরে শাওন খেয়া নৌকায় পারাপারের সময় মাথা ঘুরে নদীতে পড়ে যায়। এরপর থেকে শাওনের কোনো সন্ধান ছিলো না। মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘসময় তল্লাশি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে ডুবে যাওয়া স্থানের কিছুর দূরে শাওনের লাশ ভেসে উঠে। পরে লাশ উদ্ধার করে পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here