নেতানিয়াহুর হবু পুত্রবধূর তথ্য ইরানে পাচারকারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

0
নেতানিয়াহুর হবু পুত্রবধূর তথ্য ইরানে পাচারকারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে গত মাসে ইসরায়েলের হাইফার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ শিন বেতের এজেন্টরা। সোমবার তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।

পুলিশ এবং শিন বেতের মুখপাত্রদের মতে, ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম দিমিত্রি কোহেন। তিনি ইসরায়েলি নাগরিকদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলেন। তাদের বাড়িঘর এবং আশেপাশের এলাকার ছবি তুলেছিলেন। এসব তিনি তার ইরানি মধ্যস্থতাকারীর কাছে হস্তান্তর করেছিলেন। 

জানা গেছে, তাকে প্রতিটি কাজের জন্য ৫০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইরানি এজেন্টের সঙ্গে প্রথম যোগাযোগের পর থেকে তিনি হাজার হাজার ডলার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেয়েছিলেন। তিনি গুপ্তচরবৃত্তির জন্য একটি পৃথক ফোন ব্যবহার করছিলেন।

হিব্রু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোহেনের অন্যতম লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হবু পুত্রবধূ অমিত ইয়ারদেনি। গত সপ্তাহে নেতানিয়াহুর ছেলে অ্যাভনারের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় তাদের বিয়ে স্থগিত করা হয়েছে।

ইরানের সাথে যুদ্ধ শুরুর এক মাস আগে শিন বেতের সহযোগিতায় কোহেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ এবং শিন বেত জানিয়েছে,  সোমবার সকালে কোহেনের বিরুদ্ধে একটি প্রসিকিউটরের ঘোষণাপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। হাইফা জেলা অ্যাটর্নি অফিসের রাষ্ট্রীয় প্রসিকিউটররা আগামী কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে আশা করা হচ্ছে।

এদিক, ওয়াইনেট নিউজ সোমবার জানিয়েছে, তেহরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে পুলিশ সম্প্রতি শ্যারন অঞ্চলের ১৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে। যুদ্ধের সময় ওই যুবক একজন ইরানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে গোপন তথ্য দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মামলাটি শিন বেত দ্বারা পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। ১৯ বছর বয়সী অজ্ঞাতনামা ওই ব্যক্তির গ্রেফতারের বিষয়ে পুলিশ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেনি। সূত্র: টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here