নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী: আবদুল হালিম

0
নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী: আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তবে ১৪, ১৮ ও ২৪ সালের মতো নির্বাচন চায় না জামায়াত। নির্বাচনের জন্য প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড। 

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অন্তরবর্তীকালীন সরকারের সিদ্ধান্তে ভুল তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, এই সরকার সকলের সাথে কথা বলেই সকল সিদ্ধান্ত নিতেন। কিন্তু তিনি একটা দলের সাথে কথা বলেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আমার বলেছি এটা ঠিক হয়নি। এরপরেও জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত আছে। তবে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হলে জামায়াত ডিসেম্বরও নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছে।

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রথম পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে। কিন্তু একটি পক্ষ মানুষের মাঝে এটা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন। তারা বলছেন এটা নাকি একটা ষড়যন্ত্র। এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটার মূল্যায়িত হবে। পিআর পদ্ধতিতে ভোট হলে আর কখনো বাংলাদেশে হাসিনার মতো কেউ ক্ষমতা ধরে থাকার কথা ভাবতেও পারবেনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন সহ দলটির নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here