না খেলার চেয়ে তো খেলা ভালো: আকরাম খান

0
না খেলার চেয়ে তো খেলা ভালো: আকরাম খান

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রবিবার এনসিএল দিয়ে ক্রিকেট ফেরার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। পরে ১৫ ও ১৬ সেপ্টেম্বরের ম্যাচ দুটি রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বগুড়ার মাঠ ঠিক হতে এখনো দুই-তিন দিন লাগবে। ওইখানে সোমবার যে ম্যাচগুলো আছে, সেগুলো এখানে (রাজশাহী) নিয়ে আসব। এখানে দিনে দুইট ম্যাচ আয়োজনের ব্যবস্থা করেছি। কাল ও পরের দিনের বগুড়ার খেলা এখানে হবে।’

বগুড়ায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ হওয়ার কথা। মাঠ প্রস্তুত হয়ে গেলে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বরের খেলা সেখানে হতে পারে। আকরাম খান জানান, এই মুহূর্তে অন্য কোন উপায় নেই। ম্যাচ না খেলার চেয়ে কষ্ট করে খেলা ভালো, ‘খেলোয়াড়রা ত্যাগ স্বীকার করছে। না খেলার চেয়ে তো খেলা ভালো। একটা ঘণ্টা হয়তো বেশি জার্নি করতে হবে। কিছু করার নেই।’

এনসিএলের জন্য যে হোটেল বিসিবি ব্যবস্থা করেছে তা বেশ ভালো বলে উল্লেখ করে আকরাম খান বলেন, ‘এখানে কিছু সুযোগ-সুবিধা বাড়ানো গেলে অনেক ভালো হতো। স্টেডিয়ামে লাইটের সবকিছু আছে কিন্তু লাইট নেই। তাছাড়া পুরো টুর্নামেন্ট এখানে করা যেত। এখানে বিনিয়োগ করাই আছে। আর কিছু টাকা খরচ করা গেলে প্রতিদিন দুই ম্যাচ করা যেত। বাকিগুলো ভালো আছে। হোটেলও ভালো। সবকিছু ভালো, শুধু কিছু সুযোগ-সুবিধা বাড়ানো গেলে খুব ভালো ক্রিকেটের পরিবেশ হবে।’

বিডি প্রতদিনি/নাজিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here