নানা অভিযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

0
নানা অভিযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের অনুমোদনহীন কিডনি ডায়ালাইসিস সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ-সহকারী পরিচালক মো. জাহেদ আলম ও দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানের পর দুদকের নোয়াখালী কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস সাংবাদিকদের বলেন, বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগের পপ্রেক্ষিতে একটি অভিযান পরিচালনা করা হয়। আজকে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়গুলোর কাগজপত্র সংগ্রহ করেছি। এগুলো প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here