নাইটহুড গ্রহণ করলেন ডেভিড বেকহ্যাম

0
নাইটহুড গ্রহণ করলেন ডেভিড বেকহ্যাম

ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যামকে খেলাধুলা ও চ্যারিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নাইটহুড খেতাব প্রদান করা হয়েছে। বারিশায়ারের উইন্ডসর ক্যাসলে অনুষ্ঠিত ইনভেস্টিচার সেরিমনিতে কিং চার্লস তাকে নাইট হিসেবে ঘোষণা করেন এবং কাঁধে তলোয়ার বসান।

৫০ বছর বয়সী বেকহ্যাম এখন নাইট ব্যাচেলর খেতাবের অধিকারী। তিনি ২৫টি ট্রফি, ১১৫ আন্তর্জাতিক ম্যাচ এবং সর্বমোট ১৪৪টি গোল করেছেন তিনি। ২০০৩ সালে রিয়াল মাদ্রিদে যোগদানের পর থেকেই তার দলীয় আক্রমণভাগকে বলা হতো ‘দ্য গ্যালাকটিকোস’, সেই দলে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো ও ফরাসি মিডফিল্ডার জিনেদিন জিদান।

গত বছর বেকহ্যাম দ্য কিং’স ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর হিসেবে যোগদান করেছিলেন এবং কিং চার্লসের সঙ্গে মৌমাছি পালন নিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন।

বেকহ্যাম এ বছরের শুরুতে এই সম্মান পেয়ে অত্যন্ত গর্বিত হওয়ার কথা প্রকাশ করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here