ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তর জয়নগর ইউনিয়নের সৈজদ্দি হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলো- জামালের মেয়ে নুসরাত আক্তার (৯) একই বাড়ির নুর নবীর মেয়ে মুনতাহা (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। তারা দুজনেই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, দুই বোন তাদের বাড়ির পুকুরের কাছে খেলাধুলা করছিল। ধারণা করা হচ্ছে ছোটবোন মুনতাহা পুকুরে পড়ে যায়। তখন বড়বোন নুসরাত তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে লাশ পানিতে ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, কারো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

