‘দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা ২০২৬ সালে সম্পূর্ণভাবে চালু হবে’

0
'দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা ২০২৬ সালে সম্পূর্ণভাবে চালু হবে'

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরল মাসুদ ইকবাল বলেছেন, ২০২৬ সালের জুলাই মাস থেকে সম্পূর্ণভাবে চালু হতে যাচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। সেই লক্ষ নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে প্রথম জেটি ও জাহাজ হ্যান্ডলিং এর প্রারম্ভিক সুযোগ সুবিধাদি নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। টার্মিনাল সংযোগ সড়ক ও সেতু নির্মাণ শেষে পায়রা বন্দরে প্রথম টার্মিনাল পূর্ণাঙ্গরুপে চালু করা হবে। বুধবার সকাল সাড়ে দশটায় বন্দরের টার্মিনাল পরিচালনা ভবনে অংশীজনদের সাথে পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরল মাসুদ ইকবাল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পায়রা বন্দরের নিজস্ব টার্মিনালের অপারেশন শুরুর আগেই অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইতোমধ্যে পায়রা বন্দর ৫২৯টি বৈদেশিক জাহাজ ও ৩৪২৬টি দেশীয় লাইটারেজ নিরাপদে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে। এ থেকে সরকার প্রায় ২০৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। 

মতবিনিময় সভায় অংশিজনদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা, পায়রা, পানগাঁও এবং ল্যান্ড পোর্ট’র পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট’র সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন’র পরিচালক মামুনুর রশিদ ও কলাপাড়া প্রেসক্লাব আহবায়ক মো. হুমায়ুন কবিরসহ আরো অনেকে। এসময় বন্দরের কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধগন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী অংশীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কর্যক্রমের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here