দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

0
দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৯টি স্বর্ণের বারসহ মো. মোমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। উপজেলার ইসলামপুর সড়কের উপর থেকে মোমিনকে আটক করা হয়।

আটক মোমিন একই উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। রবিবার গভীর রাতে মহেশপুর ৫৮ বিজিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে ইসলামপুর মোড়ে অভিযান চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন মো. মোমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৮টি বড় স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়।

বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো পাচারকারী মোমিন। আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here