দিলজিতকে নিষিদ্ধে মোদির কাছে ৫ দফা দাবি, চাপে পাঞ্জাবি তারকা

0
দিলজিতকে নিষিদ্ধে মোদির কাছে ৫ দফা দাবি, চাপে পাঞ্জাবি তারকা

পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্ঝ—একাধারে সংগীতশিল্পী ও অভিনেতা—বর্তমানে তুমুল বিতর্কের মুখে। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয়ের পর তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিযুক্ত করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছে। তাতে উত্থাপন করা হয়েছে ৫ দফা নিষেধাজ্ঞার দাবি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চিঠিতে যেসব দাবি জানানো হয়েছে তা হলো—

  • দিলজিতকে ভারতের সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
  • ইউটিউব, স্পটিফাই, জিওসাভনসহ সকল ওটিটি প্ল্যাটফর্ম থেকে তার গান ও চলচ্চিত্র সরাতে হবে।
  • ভারতে তার লাইভ কনসার্ট নিষিদ্ধ করতে হবে।
  • সরকারি কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে দিলজিতের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।
  • ‘সর্দারজি ৩’ সিনেমার অর্থায়ন নিয়ে তদন্ত করতে হবে।

দিলজিৎ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সর্দারজি ৩’-এর ট্রেলারে হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করেন, যা প্রকাশের পর থেকেই বিতর্ক তীব্র হয়। সেই সূত্রেই উঠেছে তার পাসপোর্ট বাতিলের দাবিও।

এছাড়া অতীতে তিনি মাদক প্রসঙ্গে গানে ইঙ্গিত দিয়ে সমালোচিত হয়েছিলেন। তবে এসব অভিযোগের জবাবে দিলজিৎ স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি হানিয়ার পাশে আছেন এবং শিল্পী হিসেবে নিজের স্বাধীনতাকে সম্মান করেন।

২০২৪ সালে তিনি অভিনয় করেছিলেন ইমতিয়াজ আলির পরিচালনায় ‘অমর সিং চামকিলা’ চলচ্চিত্রে, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়। একই বছর ভারতের বাইরেও সবচেয়ে বড় পাঞ্জাবি কনসার্ট করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

চলতি বছর ‘মেট গালা’-য় অংশ নেওয়ার পর দিলজিত আবারও খবরের শিরোনামে এসেছিলেন, তবে এবার বিতর্কের কেন্দ্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here