দক্ষিণ আফ্রিকার কাছে ফাইনাল হার; অবশেষে মুখ খুললেন হেড

0
দক্ষিণ আফ্রিকার কাছে ফাইনাল হার; অবশেষে মুখ খুললেন হেড

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে অজিদের হার কমই দেখা যায়। তাই এই হার প্রভাব ফেলেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। তবে এই হার ভুলে আবারও ঘুরে দাঁড়াবে অজিরা, এমনটাই প্রত্যাশা ট্রভিস হেডের।

ফাইনাল হার নিয়ে হেড বলেন, ‘মাঠে নেমে ভালো খেলার জন্য বাড়তি অনুপ্রেরণা আছে। আমরা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভালো খেলতে পারিনি এবং এটা দুর্ভাগ্যজনক। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি, প্রতিপক্ষ দল সত্যিই ভালো খেলেছে।’

‘নিজেদের গড়ে তোলার জন্য আমাদের আরও দুই বছর সময় আছে। তাই আমি মনে করি, এটা (ফাইনালে হার) নিয়ে খুব বেশি সময় ধরে ভাবলে বা পেছনে ফিরে তাকালে, আমরা সামনে এগিয়ে যাওয়া ভুলে যাব।’-যোগ করেন তিনি।

দলের মতো হেড নিজেও ফাইনালে ভালো করতে পারেননি। বিধ্বংসী এই ব্যাটারের আশা, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো খেলবেন তিনি নিজেও।

হেড বলেন, ‘যত কঠিনই হোক না কেন, আমরা অনেক ক্রিকেট খেলি এবং এতে অভ্যস্ত হয়ে গেছি। যা হয়েছে, সেটা তো পরিবর্তন করা যাবে না, তাই এগিয়ে যেতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here