ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ডুসেন

0
ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ডুসেন

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে একাধিক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে তরুণদের ওপর ভরসা রাখছে দক্ষিণ আফ্রিকা। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নীতির আওতায় অধিনায়ক এইডেন মারকরামসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রামে পাঠানো হয়েছে। ফলে দলটির নেতৃত্ব পাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার রেসি ভ্যান ডার ডুসেন।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিতব্য এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ১৪ জুলাই শুরু হয়ে সিরিজটি চলবে ২৬ জুলাই পর্যন্ত, ওইদিন অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার এই দলে জায়গা পেয়েছেন একঝাঁক নতুন মুখ। প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন করবিন বোশ, যিনি এর আগে ওয়ানডে ও টেস্ট খেলেছেন। এছাড়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াসও প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। অভিষেকের অপেক্ষায় রয়েছেন রুবিন হারমান ও স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি।

দীর্ঘ ইনজুরির পর দলে ফিরেছেন দুই গতিময় পেসার নান্দ্রে বার্গার ও জেরাল্ড কোৎজি। দলে ফিরেছেন প্রতিভাবান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও।
 
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: রেসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোৎজি, রিজা হেন্ড্রিকস, রুবিন হারমান, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাখা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here