তেহরান থেকে সন্ধ্যায় রওনা দেবে বাংলাদেশিদের প্রথম দল

0
তেহরান থেকে সন্ধ্যায় রওনা দেবে বাংলাদেশিদের প্রথম দল

ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম দফায় ৩৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। তারা আজ বুধবার সন্ধ্যায় তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, তেহরান থেকে প্রথম দফায় আজ সন্ধ্যায় সড়ক পথে ৩৫ জন বাংলাদেশি রওনা দেবেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা আগামীকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচী আসবেন। করাচি থেকে দুবাই হয়ে দেশে ফিরবেন।

সূত্র জানায়, ইরান থেকে প্রথমে সংঘাতের শুরুতে অনেক বাংলাদেশি দেশে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এখন সংঘাত থেমে যাওয়ায় অনেকেই ফিরতে আগ্রহী নন। তবে তেহরান থেকে ফিরতে আগ্রহীদের জন্য বাস প্রস্তুত করা হয়েছে। আগ্রহীরা এ বাসযোগে রওনা দিতে পারবেন।

ইরান থেকে দেশে ফেরার জন্য এরই মধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here