তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি

0
তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি

প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকেও হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৬ রানের জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তিনি ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে হন ম্যাচসেরা।

ম্যাচ শেষে পুরস্কার গ্রহণের সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানভীর। বলেন, “আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ইন শা আল্লাহ আরও ভালো করতে পারব। ক্যাপ্টেন বিশ্বাস দিয়েছিল— এই রান ডিফেন্ড করা সম্ভব।”

তানভীর আরও জানান, শুরুতে দুই ওভারে ২২ রান দেওয়ায় কিছুটা চাপে ছিলেন। তখন মিরাজ তাকে সাহস দিয়ে বলেন, “বোলাররাই মাইর খায়, তুই উইকেট নিবি।”

এই ভরসা থেকেই আত্মবিশ্বাস ফিরে পান বলে উল্লেখ করেন তিনি।

“আমি বলেছিলাম, আমি ওকে টাইট বল করব। কিন্তু ক্যাপ্টেন বলল, না, তুই ওরে উইকেট নেওয়ার জন্য বল করবি। ওর দেয়া আত্মবিশ্বাস থেকেই আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি,”— বলেন ম্যাচ সেরা এই স্পিনার।

এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৫ বলে ২৪৮ রান তোলে। সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন, আর ৫১ রান করেন তাওহিদ হৃদয়।

জবাবে শ্রীলঙ্কা ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে থেমে যায় ২৩২ রানে। লঙ্কান ব্যাটিং লাইনআপে তানভীরের ঘূর্ণি ছিল ধ্বংসের মূল কারণ। এছাড়া তানজিম হাসান সাকিব ২ উইকেট ও মিরাজ, মুস্তাফিজ ও শামীম হোসেন একটি করে উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here