ঢাকা জেলা উত্তর ছাত্রদলের জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

0

 

রাউফুর রহমান পরাগ : আলোয় আলোয় স্মৃতি সমুজ্জল’ এই স্লোগান কে সামনে রেখে ঢাকা  জেলা উত্তর ছাত্র দলের উদ্যোগে সকল জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্বলন” কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার রাতে সাভারের নবিনাগরে পর্যটনের জয় রেস্তোরাঁর সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একমিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন বক্তারা। 

জুলাই শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদল আয়োজিত “মোমবাতি প্রজ্বলন” কর্মসূচিতে এসময়  ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন,  সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল,  সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার সহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here